js.zonayed.me
js.zonayed.me copied to clipboard
জাভাস্ক্রিপ্টঃ কি, কেন, কখন?
জাভাস্ক্রিপ্টঃ কি, কেন, কখন? | হাতেকলমে জাভাস্ক্রিপ্ট
জাভাস্ক্রিপ্ট! জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। হাই লেভেল ল্যাংগুয়েজ মানে? হাই লেভেল ল্যাংগুয়েজ মানে এই ল্যাংগুয়েজ অনেকটা সফটলি কোডেড। আপনাকে আপনার ম্যাশিন সম্পর্কে খুব বেশী কিছু জানতে হবে না এর জন্যে। যেমন সি ইউজ করতে গেলে আপনাকে ম্যাশিন কিভাবে কাজ করে, কিভাবে কোড কম্পাইল করে, কিভাবে রান করে, মেমোরি কতটুকু […]
জাভাস্ক্রিপ্ট আমার কাছে অনেকটা ত্ত্রাস ছিলো তখন থেকেই। - একটা বানান ভুল পেলাম এই লাইনে! ;) ত্ত্রাস নয় ত্রাস হবে।
onek kisu jante parlam
nice vai....
অসাধারণ!! লাভ ইউ ভাইয়া😍😍😍😍😍😍😍😍
ভালো কিছু লিখেছেন, ভালই লাগলো। কিন্তু বানান অনেক ভুল আছে , ঠিক করিয়েন।
vaia ami js er new possible hole ekta problem solving segment jodi rakhten onek help hoto.. ar osadharon ekta site ..
vaia ami js er new possible hole ekta problem solving segment jodi rakhten onek help hoto.. ar osadharon ekta site ..
আমি আমার ইউটিউব চ্যানেলে জাভাস্ক্রিপ্ট অ্যালগরিদম ও ডাটা স্ট্রাকচার নিয়ে ভিডিও শুরু করেছি... সামনে এটার মতোই জাভাস্ক্রিপ্ট এ প্রবলেম এর সলুশ্যান ও সল্ভ করা যায় এমন একটা ইন্ট্যারাক্টিভ প্ল্যাটফর্ম আসবে ইনশাআল্লাহ... ততদিন পর্যন্ত হয়তো আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমি নতুন ভিডি টিউটোরিয়াল তৈরী করি যেহেতু তাই এগুলো এক্সপেরিমেন্টাল বলতে পারেন। তাই তেমন ভালো নাও লাগতে পারে, কিন্তু নলেজগুলো অবশ্যই কাজে আসবে। আমার চ্যানেল পাবেন এখানেঃ https://youtube.com/CodeWithZonayed আর জাভাস্ক্রিপ্ট অ্যালগরিদম ও ডাটা স্ট্রাকচারের সিরিজের প্লে-লিস্ট এখানেঃ https://www.youtube.com/playlist?list=PLUdBKxH65BreTXN8fVhJe2LokGFiO8szx
ধন্যবাদ
onek valo laglo vai
ধন্যবাদ ভাই! শুরু করলাম! আল্লাহ ভরসা! ❤️
vaiya khub valo likhechen.. thankyou
Data Structure and Algorithm এর উপর জাভাস্ক্রিপ্ট দিয়ে বাংলায় পূর্ণাঙ্গ কোর্স চাই ভাইয়া..........
যতটুকু মনে পড়ে, অনেক আগে কোথাও যেন এই সাইটের নাম দেখেছিলাম । তখন মনে হয় এই সাইটে এসেছিলাম এবং নামটা মনে রাখি । এতোদিন পর আজ আমি প্রোগ্রামিঙের স্টুডেন্ট । আজকেই আমি অনুষ্ঠানিকভাবে জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করছি । গুগল করতে গিয়ে এই সাইটে এসে পড়লাম । আর পুরনো স্মৃতিটা মনে পড়লো ।
ভাই Dark Mode আনলে অনেক উপকৃত হব।
এক কোথায় অসাধারণ হয়েছে ভাইয়া
অনেক ইন্টারেস্টিং ছিল কথাগুলো।বলতে গেলে একেবারে স্বাভাবিক ভাষায় লিখছেন যেকোন মানুষ পড়েই বুঝতে পারবে।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
অনেক ভালো লাগলো ভাই💝
অনেকদিন আগেই আপনার লেখা পড়েছিলাম। সবচেয়ে ভালো লেগেছিল সহজ সাবলীল ভাষায় আপনার উপস্থাপনা। তখন থেকে আমার নিজেরও ইচ্ছা জেগেছিল লেখালেখি শুরু করার। সময়ের অভাবে এতদিনে সেটা করতে পারি নি। কিন্তু অবশেষে আজকে আমি আমার নিজের ব্লগ শুরু করলাম 😄 - ইনতিসার বিন নাইম