Ibnu Mahtab Hussain

Results 10 comments of Ibnu Mahtab Hussain

মাশা আল্লাহ্‌ ভাই। অসাধারণ লিখনি। আমি আগে শুরু করেছিলাম ধারাবাহিকভাবে পড়া। মাঝখানে আবার কোন এক ব্যস্ততায় ধারাবাহিকতা বন্ধ ছিলো। আজ থেকে আবার শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। এবার ইনশা আল্লাহ্‌...

এই লুপ নিয়ে আমার অনেক সমস্যা আর ভয় ছিলো। ভাই, আপনার এই আর্টিকেল পড়ে অনেক উপকৃত হইলাম। জাযাকাল্লাহু খাইরান।

মাশা আল্লাহ্‌! খুবই চমৎকার লিখেছেন। শেষের দিকে এসে একটু কনফিউশান শুরু হয়ে গেছে। আশাকরি, আরো কয়েকবার পড়ে নিলে, ক্লিয়ার হয়ে যাবে ইনশা আল্লাহ্‌। আল্লাহ্‌ আপনাকে উত্তম বিনিময় দিন! জাযাকাল্লাহ!

লিখেও যে এত সুন্দর করে বোঝানো যায়, তা আপনার এই ব্লগ না পড়লে বুঝাই যেত না! জাযাকাল্লাহ!

জাযাকাল্লাহু খাইরান ভাই!

আমি এভাবে করেছি। তবে উপরে M-Rased ভাইয়ের সল্যুশনটা আমার কাছে ভালো লেগেছে! var num1 = 0; var num2 = 9; var num3 = 6; if (num1 > num2 && num1...

ভাই শুরু থেকে শেষ এই পর্যন্ত আসলাম। ভাই, আপনাকে আল্লাহই কেবল মাত্র প্রতিদান দিতে পারবেন। আপনার এত বছরের অভিজ্ঞতা এক মলাটে বন্দি করে আমাদের সামনে এভাবে উপস্থাপন করার জন্য! জাযাকাল্লাহ!